top of page

২০৩০ এর মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে সাশ্রয়ী শক্তির উৎস হয়ে ইতিহাস গড়তে চলেছে সৌর শক্তি

Writer's picture: Project H.E.L.PProject H.E.L.P

Solar panels
পৃথিবী উপরের বায়ুমণ্ডলে আগত সৌর বিকিরণের 174 পেটাওয়্যাটস পায়।

২০৩০ এর মধ্যে জীবাশ্ম জ্বালানীকে পেছনে ফেলে সৌর শক্তি হতে চলেছে অর্থনৈতিকভাবে সবচেয়ে সাশ্রয়জনক শক্তির উৎস। "কার্বন ট্যাঙ্কার" এই তথ্যটি সামনে এনেছে। বিশ্ব সৌরশক্তির ৬০% ইতিমধ্যেই সাশ্রয়ী মূল্যের। প্রতিবেদনটির লেখক হ্যারি বেনহাম বলছেন যে পৃথিবীর কেবল ১% নবায়নযোগ্য শক্তির উৎসই জীবাশ্ম জ্বালানীর ব্যবহার প্রতিস্থাপন করার জন্য যথেষ্ট।


০ view০ comment

Comments


bottom of page